ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এস আলম সুগার রিফাইনারিতে আগুন, ৫ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৭ মার্চ ২০২৪   আপডেট: ১২:৫২, ৭ মার্চ ২০২৪
এস আলম সুগার রিফাইনারিতে আগুন, ৫ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রামের কর্ণফুলী ইছানগরের এস আলম সুগার রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাঈন উদ্দিন অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এই তথ্য জানান।
 
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, এস আলম সুগার রিফাইনারিতে অগ্নিকাণ্ডের কারণ, সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণসহ সার্বিক ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
 
এদিকে সকালে সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করে সার্বিক বিষয়ে অবহিত হন। 

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়