ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মসিক নির্বাচন

পুরাতন ২৫ কাউন্সিলর আবার নির্বাচিত, নতুন মুখ ৮

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১০ মার্চ ২০২৪   আপডেট: ১৪:১৪, ১০ মার্চ ২০২৪
পুরাতন ২৫ কাউন্সিলর আবার নির্বাচিত, নতুন মুখ ৮

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী ২৫ জনই সাবেক কাউন্সিলর, কেবলমাত্র ৮টিতে নতুন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন ও রিটানিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। 

নগরীর ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২নং ওয়ার্ডে গোলাম রফিক দুদু, ৩নং ওয়ার্ডে রীফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫নং ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬নং ওয়ার্ডে শফিকুল ইসলাম মিন্টু, ৭নং ওয়ার্ডে আসিফ হোসেন ডন, ৮নং ওয়ার্ডে  ফারুক হাসান, ৯নং ওয়ার্ডে নতুন মুখ আল মাসুদ, ১০নং ওয়ার্ডে তাজুল আলম ইসলাম, ১১নং ওয়ার্ডে ফরহাদ আলম, ১২নং ওয়ার্ডে আনিসুর রহমান আনিস, ১৩নং ওয়ার্ড এ নতুন মুখ স্বপন সরকার, ১৪নং ওয়ার্ডে ফজলুল হক উজ্জ্বল, ১৫নং ওয়ার্ডে মাহবুব আলম হেলাল, ১৬নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭নং ওয়ার্ডে মো. কামাল খান, ১৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯নং ওয়ার্ডে আব্বাস আলী মন্ডল, ২০নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২১নং ওয়ার্ড এ নতুন মুখ  ইশতিয়াক হোসেন, ২২নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ২৩নং ওয়ার্ডে সাব্বির ইউনুস বাবু, ২৪নং ওয়ার্ড এ নতুন মুখ মোহম্মদ আসলাম, ২৫নং ওয়ার্ডে নতুন মুখ উমর ফারুক সাবাস, ২৬নং ওয়ার্ডে  শফিকুল ইসলাম শফিক, ২৭নং ওয়ার্ডে শামসুল আলম লিটন, ২৮নং ওয়ার্ডে  কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৯নং ওয়ার্ড এ নতুন মুখ  রাশেদুজ্জামান রোমান, ৩০নং ওয়ার্ডে আবুল বাশার, ৩১নং ওয়ার্ডে নতুন মুখ সেলিমউদ্দিন সেলিম, ৩২নং ওয়ার্ডে নতুন মুখ আবু বক্কর সিদ্দিক সাগর এবং ৩৩নং ওয়ার্ডে শাহজাহান মুনীর।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলের মধ্যে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনভর শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মেয়র পদে ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ইকরামুল হক টিটু।

মিলন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়