ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

মহাসড়‌কের ডিভাইডার মই দিয়ে পারাপার, ভিডিও ছড়ানোর পর আটক তরুণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৮ মার্চ ২০২৪   আপডেট: ০৯:১৮, ১৮ মার্চ ২০২৪
মহাসড়‌কের ডিভাইডার মই দিয়ে পারাপার, ভিডিও ছড়ানোর পর আটক তরুণ

মই দিয়ে যাত্রীদের সড়ক বিভাজক পার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজক মই দিয়ে যাত্রীদের পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে  ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, সড়কে বিভাজকে মই লাগিয়ে টাকার বিনিময়ে পারাপার করছেন এক তরুণ। পাশ দিয়ে বিভিন্ন গন্তব্যের যানবাহন চলছে। রোববার (১৭ মার্চ) দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এমন চিত্র ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভিডিওটি যেখানে ধারণ করা তার পাশেই সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। ওই জায়গায় যাত্রীদের পারাপারে দুটি সেতু রয়েছে। পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প। ভিডিও ছড়িয়ে পড়ার সন্ধ্যায় অভিযুক্ত এক তরুণকে মইসহ আটক করা হয়েছে।

আটক রবিউল হোসেন (২৬) চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানাধীন শিমরাইল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন গণমাধ্যমকে বলেন, যাত্রীদের মই দিয়ে সড়ক বিভাজক পারাপার করার একটি ভিডিও রোববার ভাইরাল হয়েছে। অথচ পাশেই দুটি পদচারী–সেতু রয়েছে। পুলিশের অজান্তে ওই তরুণ এমন কাজ করছিল।

তিনি বলেন, অভিযুক্ত রবিউল হোসেনকে মইসহ আটক করে সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশের কাছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এর আগেও একাধিকবার এভাবে মই বসিয়ে যাত্রী পারাপার করা হয়েছিল। পরে আমরা আনসার দিয়ে মইগুলো জব্দ করি। বিষয়টি নিয়ে আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আমাদের ও পুলিশের পক্ষ থেকে একাধিকবার পরিবহনগুলোকে সার্ভিস লেন দিয়ে চলাচলে বাধ্য করা হলেও তারা তা শুনছে না।

মইসহ আটক রবিউল হোসেন।ছবি: সংগৃহীত

তিনি বলেন, এভাবে মহাসড়ক পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়াতে হবে।

/অনিক/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়