ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

লাইনচ্যুত পঞ্চগড় এক্স‌প্রেস সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার, তদন্ত ক‌মি‌টি গঠন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১৯ মার্চ ২০২৪   আপডেট: ০৯:১৮, ১৯ মার্চ ২০২৪
লাইনচ্যুত পঞ্চগড় এক্স‌প্রেস সাড়ে ৪ ঘণ্টা  পর উদ্ধার, তদন্ত ক‌মি‌টি গঠন

ছবি: রাইজিংবিডি

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌ পূর্ব স্টেশনে লাইনচ‌্যুত পঞ্চগড় এক্স‌প্রেস সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

ট্রেন লাইনচ‌্যুত হওয়ার কারণ অনুসন্ধানে পাক‌শী রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনের নেতৃত্বে ৪ সদস্যের ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন পাক‌শী রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।

এর আগে সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে পঞ্চগড় এক্স‌প্রেসের একটি বগির চার চাকা লাইনচ‌্যুত হ‌য়ে দুর্ঘটনায় প‌ড়ে। প‌রে রাত ২টার দি‌কে ক্রেন দিয়ে ট্রেনের ব‌গি উদ্ধা‌র করে সেখান থেকে স‌রি‌য়ে নেওয়া হয়। উদ্ধারকারী ট্রেনের সহায়তায় ব‌গি‌টি টাঙ্গাইলের ঘা‌রিন্দা‌ রেল‌স্টেশ‌নে নি‌য়ে যাওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম ব‌লেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথ‌মে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্ত ব‌গি ক্রেন দি‌য়ে লাইনে তোলা হয়। প‌রে রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে বি‌ভিন্ন স্টেশ‌নে আট‌কেপড়া ট্রেনগু‌লো চলাচল শুরু হ‌বে।

পাক‌শী রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় ৪ সদস্যের ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ৭ কর্মদিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে বলা হয়েছে।

পড়ুন

সাড়ে ৪ ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

টাঙ্গাইলে ট্রেন লাইনচ‌্যুত, রেল চলাচল বন্ধ

/কাওছার/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়