ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৯ মার্চ ২০২৪   আপডেট: ১৫:২৩, ১৯ মার্চ ২০২৪
গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

মিয়ানমারের অনবরত গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। বাড়িঘর পর্যন্ত থরথর করে কাঁপছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার (১৮ মার্চ) রাত ১২ টার পর থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ও ফুলের ডেইলের বাসিন্দারা এই আওয়াজ শুনছেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। 

সীমান্তের বাসিন্দা ওয়াব্রাং এলাকার কামাল হোসাইন মুঠোফোনে জানান, রাত ১২ থেকে বিকট শব্দ আসছে। বাড়ি পর্যন্ত থরথর করে কাঁপছে। বাড়িতে ছোট ছোট শিশু ঘুম থেকে উঠে গেছে এবং আমাদের এলাকার মানুষ অনেক ভয়ে আছে।

ফুলের ডেইলের ও স্লুইস পাড়ার বাসিন্দা মুহাম্মদ আমিন ও  জেসমিন আক্তার জানান, গভীর রাতে মিয়ানমারের গোলাগুলির বিকট শব্দ  অনেকক্ষণ ধরে শোনা গেছে। এমনকি ঘরের মাটি পর্যন্ত কাঁপছে। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, পর পর বিকট শব্দ ভেসে আসছে। আমি নিজেও শুনছি। সোমবার রাত ১২টা ১৪ মিনিট থেকে থেমে থেমে চলছে মিয়ানমারের বিস্ফোরণের বিকট শব্দ। 

তারেকুর/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়