ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

লালমনিরহাট রেলস্টেশন 

দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ইঞ্জিনের ধাক্কা, আহত ৩০

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৩০ মার্চ ২০২৪   আপডেট: ১৭:২২, ৩০ মার্চ ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ইঞ্জিনের ধাক্কা, আহত ৩০

লালমনিরহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ইঞ্জিন লাগানোর সময় ধাক্কায় ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকালে ৪৬১ নম্বর ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তন করার সময় দুর্ঘটনাটি ঘটে।

যাত্রীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনের প্লাটফর্মে এসে দাঁড়ায়। এসময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের কাজ শুরু হয়। আগের ইঞ্জিনটি নিয়ে লোকো সেটে চলে যান চালক। পরে লোকো সেট থেকে অপর একটি ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দেওয়ার সময় সজোরে ধাক্কা দেন ট্রেন চালক। এতে ৩০ যাত্রী ট্রেনের বগির ভেতর বিভিন্নভাবে ছিটকে পড়ে আহত হন। পরে আহতদের লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুইজন নারী যাত্রী মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পাওয়ায় তাদের রংপুরে পাঠানো হয়েছে।

লালমনিরহাট রেলস্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম বলেন, লোকো সেট থেকে ইঞ্জিন নিয়ে ট্রেনের বগিতে সংযোগ দেওয়ার সময় জোরে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০-৪০ জন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোকো বিভাগে চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জামাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়