ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

স্ত্রী হত্যার ২৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৩০ মার্চ ২০২৪   আপডেট: ২২:২৬, ৩০ মার্চ ২০২৪
স্ত্রী হত্যার ২৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে রায়পুরে যৌতুকের জন্য স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান মিয়া বেপারী ওরফে খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। স্ত্রীকে হত্যার পর সাজা থেকে বাঁচতে ২৩ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

শুক্রবার (২৯ মার্চ) সকালে শরিয়তপুরের শখিপুর থানাধীন সরদারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।  

খোকন মিয়া রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী বেপারীর ছেলে। 

আদালত ও র‌্যাব সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০০০ সালের ৫ ডিসেম্বর স্ত্রী আমেনাকে মাথায় আঘাত করে হত্যা করেন খোকন মিয়া। এ ঘটনায় আমেনার মা উম্মে কুলছুম বাদী হয়ে একইদিন রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোকনের বিরুদ্ধে মামলা করেন। পরে খোকন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। ২০১৬ সারের ২২ মার্চ তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী হত্যা মামলার রায় দেন। এতে আসামি খোকনের মৃত্যুদণ্ডের দেন। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করেন।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক বলেন, খোকনকে গ্রেপ্তারে তারা ছায়াতদন্ত শুরু করেন। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়