ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

লন্ডন ম্যারাথনে অংশ নিচ্ছেন নরসিংদীর সাব্বির

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৩১ মার্চ ২০২৪  
লন্ডন ম্যারাথনে অংশ নিচ্ছেন নরসিংদীর সাব্বির

সাব্বির আহমেদ

সাব্বির আহমেদের বয়স ২৫ বছর হলেও দৌড়ে তাঁর কাছে হার মানে অনেক প্রফেশনাল দৌঁড় প্রতিযোগিতা। তার দৌঁড়ের গতি দেখে সকলের নাম দিয়েছেন চ্যাম্পিয়ন সাব্বির। তিনি অনায়াসে ৪২ কিলোমিটার টানা দৌঁড়াতে পারেন। বাংলাদেশের ৬৪টি জেলায় যেখানে দৌড় প্রতিযোগিতা হয়। সেখানে দেখা মেলে তার। অংশগ্রহণ করে জিতে নিয়েছেন সাফল্যের মেডেল। কখনও প্রথম, কখনও দ্বিতীয়, কখনও বা তৃতীয় স্থান অর্জন করে নরসিংদী জেলার নাম উজ্জ্বল করেছেন। সেই চ্যাম্পিয়ন সাব্বির দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ডাক পেয়েছেন আন্তর্জাতিক এই ম্যারাথনে দৌঁড়ানোর। লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করাটা প্রতিটা ম্যারাথন অ্যাথলিস্টের জন্য স্বপ্নের বিষয়। আর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ২৫ বছর বয়সী সাব্বিরের। তার এই সাফল্যের গর্বিত ও খুশি নরসিংদীর জেলার মানুষ।

দৌঁড়বিদ সাব্বির আহমেদ বলেন, ‘চ্যাম্পিয়ন সাব্বির হয়ে ওঠার উঠার গল্পটা ছিল অনেক প্রতিযোগিতা ও ব্যর্থতা দিয়ে ভরা। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এক অজপাড়া গা এলাকা থেকে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছি। ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজিত আন্তর্জাতিক ম্যারাথন, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনসহ দেশের ২০টির বেশি রানিং ইভেন্টে অংশ নিয়েছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যারাথনে অংশগ্রহণ করেছি। ধরে রেখেছে কৃতিত্বের স্থান। এখন স্বপ্ন বিশ্বের বুকে বাংলাদেশ কে দৌড়ের মধ্য দিয়ে সকলের কাছে নতুনভাবে পরিচিত করা। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের শিখরে বাংলাদেশকে নিয়ে যাওয়া।’

নরসিংদীর স্থানীয় প্রবীণ দৌড়বিদ রুবেল আহমেদ বলেন, ‘সাব্বির খুব কম বয়সেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যারা অংশগ্রহণ করেছে। তার পরিশ্রমের বলেই দিন দিন এগিয়ে যাচ্ছেন। তার স্কিল আমি দেখেছি, অত্যন্ত সুন্দর। এখন সাব্বির লন্ডন ম্যারাথনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়।’

নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী বলেন, ‘বর্তমানে আমাদের প্রজন্মের মধ্যে দৌঁড় প্রতিযোগিতা কমে যাচ্ছে। সেই জায়গায় সাব্বির নামে ছেলেটি তার প্রতিভা দেখাচ্ছে। এটা অবশ্যই আমাদের নরসিংদীর জন্য গর্বের বিষয়। দেশের বাইরে গিয়ে লন্ডন ম্যারাথনের মতো প্রতিযোগিতা অংশগ্রহণ করা সৌভাগ্যের বিষয়। এতে করে আরও অনেক তরুণর দৌঁড় প্রতিযোগিতার প্রতি উৎসাহিত হবে।’

হৃদয়/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়