ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে ভাল্লুকের ২ শাবক উদ্ধার, গ্রেপ্তার ১ 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:৪২, ২ এপ্রিল ২০২৪
বান্দরবানে ভাল্লুকের ২ শাবক উদ্ধার, গ্রেপ্তার ১ 

বান্দরবানের আলীকদম উপজেলা থেকে ভাল্লুকের দুুটি শাবক উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. আলাউদ্দিন (২৪) নামের এক বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন আলীকদম ইউনিয়নের উত্তর পালং পাড়ার শামসুল আলমের ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।  

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে আলীকদমের চৈক্ষ্যং ইউপির শিবাতলী এলাকায় বিশেষ অভিযান চালান আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান। এসময় তিনি সেখান থেকে ভাল্লুকের দুটি শাবক উদ্ধার করেন। গ্রেপ্তার করা হয় আলাউদ্দিনকে। জব্দ করা হয় একটি মোটরসাইকেল। 

পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, উদ্ধারকৃত দুটি ভাল্লুকের শাবক জেলা পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বন্যপ্রণী দুটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। 

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়