ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

সব সংগঠন একত্র করে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৪ এপ্রিল ২০২৪  
সব সংগঠন একত্র করে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সকল সংগঠনকে একত্র করে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘আজকে সকল সংগঠন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, তাহলে তারা (আওয়ামী লীগ) চলে যেতে বাধ্য হবে। আজকে দেশকে রক্ষা করার জন্য অবশ্যই বিএনপিকে নেতৃত্বের জায়গায় আসতে হবে। দেশ ও জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে এগিয়ে যাব, আন্দোলন করব। এই অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাদের যদি আরও ক্ষমতায় থাকতে দেয়া যায়; তাহলে সেটি ভয়াবহ পরিস্থিত হবে বাংলাদেশের জন্য।’ 

ফখরুল আরও বলেন, ‘দেশের গণতন্ত্র, অর্থনীতি ধ্বংস হয়েছে, লুটপাট করে সমস্ত কিছু পাচার করে দিয়েছে আওয়ামী লীগ। এবারও তারা সমস্ত রাষ্ট্রযন্ত্র দুর্নীতিতে পরিণত করে তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে যাচ্ছে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এই সংগ্রাম ন্যায়ের সংগ্রাম, আমাদের আশা-আকাঙ্ক্ষার সংগ্রাম। এই সংগ্রাম বিএনপিকে ক্ষমতায় আনার সংগ্রাম নয়। আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার, আমার অন্যের অধিকার, বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম।’ 
 

হিমেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়