ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৬ মে ২০২৪  
হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

হবিগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন মারা গেছেন। বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় সোমবার (৬ মে) দুপুরে মাদরাসা শিক্ষক দানিছ মিয়া (৫২) এবং গতকাল রোববার সন্ধ্যায় গৃহবধূ হালিমা খাতুন (৪৪) মারা যান।

মারা যাওয়া দানিছ মিয়া বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের রহিম মিয়ার ছেলে। হালিমা খাতুন চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, দানিছ মিয়া আজ সোমবার দুপুরে বাড়ির আঙ্গিনায় থাকা গরু গোয়ালে রাখতে যান। এ সময় বজ্রপাতে হলে আহত হন তিনি। দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, গতকাল রোববার সন্ধ্যায় হালিমা খাতুন বাড়ির উঠান পরিষ্কার করছিলেন। বজ্রাপাতে তিনি গুরুতর আহত হন। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক  হালিমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান জানান, বজ্রপাতে নিহত দুই জনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে।

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়