ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি 

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ৪ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:২২, ৪ এপ্রিল ২০২৪
থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি 

বান্দরবান জেলার থানচি বাজারে সশস্ত্র সংগঠনের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চারদিকে গুলি চালানো হচ্ছে। এ সময় থানচি থানার দিকে গুলি করে অগ্রসর হচ্ছে বলেও জানা গেছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে থানচি বাজারে গোলাগুলি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। 

তিনি জানান, থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সঙ্গে পুলিশ ও বিজিবির গোলাগুলি চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) গোলাগুলি চলছে। পর্যন্ত চলছে বলে জানান।

থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, ‘আজ রাত ৮টা থেকে দুপক্ষে গোলাগুলি চলছে। এখনও চলছে। আমরা বাড়ির দরজা বন্ধ করে বসে আছি।’

এদিকে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়, বান্দরবানের থানচিতে কেএনএফ’র সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক বন্দুক যুদ্ধ। যুদ্ধ চলমান-’।

চাইমং/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়