ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

লক্ষ্মীপুর কারাগারে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৫ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:২৪, ৫ এপ্রিল ২০২৪
লক্ষ্মীপুর কারাগারে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

লক্ষ্মীপুর জেলা কারাগারে পালক ছেলে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন ভূঁইয়ার (৭২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। কিছুদিন তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে তাকে কারাগারে আনা হয়।  

মৃত বেলায়েত রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে। 

এদিকে রাত পৌনে ১১টার দিকে নিহতের মরদেহ হাসপাতালে দেখতে আসেন কারাগারের চিকিৎসক পরান বড়ুয়া।

তিনি সাংবাদিকদের বলেন, হঠাৎ আসামি বেলায়েত হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। এখানে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল বলেন, আমরা বেলায়েতকে মৃত পেয়েছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। এখনো মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। মরদেহ মর্গে আছে।

/লিটন/লিপি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়