ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

মাগুরায় মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে নিহত ১

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৫ এপ্রিল ২০২৪  
মাগুরায় মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে নিহত ১

মাগুরায় শালিখায় দুই বন্ধু পাল্লা দিয়ে মটরসাইকেল চালানোর সময় ওভারটেক করতে গিয়ে দুই মটরসাইকেলের সংর্ঘষে নাঈম হোসেন (১৫) নামের একজন নিহত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে মাগুরার শালিখা উপজেলার ঝুনারী গ্রামের মাদ্রাসার সামনে এ দুঘর্টনা ঘটে। অপর বন্ধু মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত নাঈম হোসেন (১৫) ঝুনারী গ্রামের সোহেল মোল্যার পুত্র ও আহত রিংকু মোল্যা (১৬) একই গ্রামের রতন মোল্যার পুত্র। 

নিহতের চাচা ইউপি সদস্য মো. সাহেদ আলী লিটন বলেন, সকালে দুই বন্ধু মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুই মটরসাইকেলে সংর্ঘষ হলে গ্রামবাসীর সহায়তায় তাদেরকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে নাঈমের অবস্থার অবনতি দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকেলে নাঈমকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শালিখা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, দুই বন্ধু পাল্লা দিয়ে মটরসাইকেল চালাতে গিয়ে একে অন্যকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় নাঈমকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শাহীন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়