ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

পটুয়াখালীতে আগুনে ভস্মীভূত ২৩ মাছের আড়ত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৫ এপ্রিল ২০২৪  
পটুয়াখালীতে আগুনে ভস্মীভূত ২৩ মাছের আড়ত

পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য বন্দর মহিপুরে আগুন লেগে অন্তত ২৩টি মাছের আড়ত পুড়ে গেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে জাপান মৎস্য আড়ত থেকে আগুনের সূত্রপাত হয়। কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন ।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হলেও পাশেই নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতি জানার কাজ চলছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। ক্ষয়ক্ষয়ি জানতে উপজেলা প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিক্ষগ্রস্তদের তালিকা তৈরি করে টিন এবং নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ