ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড কোচের রাডারে ৩ বাংলাদেশি কিশোর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২ মে ২০২৪   আপডেট: ২২:১৪, ২ মে ২০২৪
ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড কোচের রাডারে ৩ বাংলাদেশি কিশোর

প্রায় ৫ শতাধিক ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে ৩ প্রতিভাবানকে বাছাই করেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। ভারতের ব্যাঙ্গালুরুতে দীর্ঘমেয়াদি অনুশীলন ক্যাম্পে থাকার সুযোগ পেয়েছে সিরাজগঞ্জের সাদমান সাজিদ অয়ন, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখ। তাদের সঙ্গী হবেন ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপাল থেকে নির্বাচিত হওয়া প্রতিভাবান ফুটবলাররা।

ক্যাম্প শেষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে সেরা ফুটবলাররা। সুযোগ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো ও মার্কাস রাশফোর্ডদের সাক্ষাতের। এছাড়া একাডেমির খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করবেন তারা। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচও উপভোগ করবেন।

আরো পড়ুন:

ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবল কার্যক্রম ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশে। অনলাইনে হয় প্রাথমিক রেজিস্ট্রেশন। প্রথম ২ দিনেই দেড় সহস্রাধিক আবেদন গ্রহণের পর, সার্ভার বন্ধ করে দিতে বাধ্য হয় আয়োজকরা। রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গত ২ দিন নিজেদের ফুটবল নৈপুণ্য দেখানোর সুযোগ পায় ৫ শতাধিক কিশোর ফুটবলার। বাদ যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবলাররাও। ট্রায়াল শেষে প্রতিভাবান ৩ ফুটবলারকে বেছে নেন, ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি।

বাংলাদেশি উঠতি ফুটবলারদের পারফরম্যান্সে রীতিমতো উচ্ছ্বসিত এই কোচ। মাইকেল নিরি বলেছেন, ‘এখানকার ফুটবলারদের আগ্রহ আমাকে রীতিমতো বিস্মিত করেছে, অনেকেই আছে দারুণ সম্ভাবনাময়ী। তাদের  দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ থেকে অনেক বড় ফুটবলার বের করে আনা সম্ভব। যারা এক সময় ইউরোপিয়ান ক্লাবগুলোতে অনায়াসে খেলতে পারবে।’

সবকিছু ঠিক থাকলে জুন-জুলাইতে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ‘ইউনাইটেড উই প্লে’র পরের ধাপ। যেখানে অন্যান্য দেশ থেকে নির্বাচিত ফুটবলারদের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেবে বাংলাদেশের ৩ প্রতিনিধি।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়