ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে স্বস্তির ঈদযাত্রা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:৫১, ১০ এপ্রিল ২০২৪
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে স্বস্তির ঈদযাত্রা

প‌রিবা‌রের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভা‌গি কর‌তে বা‌ড়ি ফিরছেন মানুষজন। গতকাল মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানজট থাকায় ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। ঈদের একদিন আগে আজ বুধবার (১০ এপ্রিল) এই মহাসড়কে গাড়ির কোনো চাপ নেই। পুরো মহাসড়কই ফাঁকা। ফ‌লে কোনো ভোগা‌ন্তি ছাড়াই স্ব‌স্তি নি‌য়ে বা‌ড়ি যা‌চ্ছেন মানুষজন। 

এই মহাসড়‌কে প্রতিবছরই ঈদের আগের রা‌তেও প্রচুর মানুষের স্রোত থাকতো। তবে এবার সেই চাপ নেই। একারণে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন সবাই। কিন্তু, গতকাল মঙ্গলবার চরম ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌য়ে‌ছিল উত্তরব‌ঙ্গের মানু‌ষদের। ঘণ্টার পর ঘণ্টা প্রখর রো‌দের ম‌ধ্যে যানজ‌টের কব‌লে প‌ড়ে‌ছিলেন তারা। প‌রে গাড়ির চাপ কমাতে  বঙ্গবন্ধু সেতু‌র ঢাকাগামী লেন এবং প‌শ্চিম টোলপ্লাজা বন্ধ রে‌খে উত্তরব‌ঙ্গের প‌রিবহনগু‌লো ছে‌ড়ে দেওয়া হয়। এতে টাঙ্গাইলের মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ক‌মতে শুরু করে। মঙ্গলবার সকাল থে‌কে বিকাল পর্যন্ত পরপর দুইবার দুই ঘন্টা ক‌রে প‌শ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী লেন বন্ধ রাখে কর্তৃপক্ষ।

পু‌লিশ কর্মকর্তা জানান, বুধবা‌রে ঈদ হ‌বে এমন ধারণা এবং সব শিল্প প্রতিষ্ঠান আগেই ছু‌টি হ‌য়ে যাওয়ায় মানুষ বা‌ড়ি‌র পথে ফিরতে ক‌রে‌ছিলেন। গতকাল গা‌র্মেন্টসের কর্মচারীদের পাশাপাশি অন্য পেশায় যুক্ত মানুষরা পরিবার নিয়ে এক সঙ্গে রওনা হওয়ায় মহাসড়কে গাড়ির চাপ বে‌ড়ে‌ছিল। আজ‌ বুধবার তেমন মানুষ বা‌ড়ি যাওয়ার নেই। যারা যাওয়ার তারা চ‌লে গে‌ছেন। ফ‌লে মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকায়  উত্তরব‌ঙ্গের দি‌কে যে‌তে দেখা গেছে দুই-‌তিনটি প‌রিবহনকে। এছাড়া মহাসড়‌কে তেমন কোনো যাত্রীও নেই। কিছু মানুষজনকে দেখা গেছে, যারা বাস না পে‌য়ে খোলা ট্রা‌ক বা পিকআপে বাড়ির দিকে রওনা হচ্ছেন। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর আশরাফ বলেন, মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। পরিবহনগু‌লো স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়