ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত চিকিৎসক মারা গেছেন 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:২৮, ১০ এপ্রিল ২০২৪
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত চিকিৎসক মারা গেছেন 

মারা যাওয়া দন্ত চিকিৎসক কোরবান আলী

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ কলোনি এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত দন্ত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। নিহত চিকিৎসকের ছেলে আলী রেজা এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ওই মারা যাওয়া চিকিৎসক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত চিকিৎসক লাইফ সাপোর্টে

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন আলী রেজা নামের একজন। পুলিশকে ফোন করার অপরাধে কিশোর গ্যাংয়ের সদস্যরা আলী রেজাকে মারধর করতে আসে। এসময় আলী রেজাকে বাঁচাতে তার বাবা চিকিৎসক কোরবান আলী এগিয়ে যান। তখন কিশোর গ্যাং সদস্যরা কোরবান আলীর মাথায় আঘাত করে। ফলে তিনি গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এদিকে, খবর পেয়ে মারা যাওয়া চিকিৎসকের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে পুলিশ। চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আলী রেজা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় ইতোমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেজাউল/মাসুদ

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়