ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সংস্কৃতির বিরুদ্ধে যারা ধর্মকে দাঁড় করাতে চায়, তারা দেশের শত্রু’

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:১৭, ১২ এপ্রিল ২০২৪
‘সংস্কৃতির বিরুদ্ধে যারা ধর্মকে দাঁড় করাতে চায়, তারা দেশের শত্রু’

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা বাঙালি। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। এই সংস্কৃতি ও ইতিহাস মুছে দেবার অপচেষ্টা করে লাভ নেই।’

তিনি বলেন, ‘সংস্কৃতির বিরুদ্ধে যারা ধর্মকে দাঁড় করাতে চায়, তারা দেশের শত্রু। ওই পেঁচা, বাঘমামা সবই আমাদের লোকসংস্কৃতির অনুষঙ্গ।’

শুক্রবার (১২ এপ্রিল) চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বাঙ্গালি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাবেক সভাপতি রহিম বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

অমরেশ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়