ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ১৫ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৩২, ১৩ এপ্রিল ২০২৪
মুন্সীগঞ্জে ১৫ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বিষ্ণু মূর্তি

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে প্রায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রামপালের খানকা দালালপাড়া এলাকায় ফসলি জমির পাশের রাস্তা থেকে মূর্তিটি উদ্ধার হয়। তিন দিন আগে একজন কৃষক মূর্তিটি পেলেও তিনি বিষয়টি গোপন করার চেষ্টা করেন। 

জমির মালিক মৃত আফছান দেওয়ানের ছেলে মো. রিপন বলেন, গত ১০ এপ্রিল খানকা দালালপাড়া এলাকায় তাদের ফসলি জমির মাটি কাটার সময় কৃষক খোরশেদ মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে আত্মসাতের জন্য বাসায় নিয়ে রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে ভয় পেয়ে পুলিশকে খবর দেন ওই কৃষক। পরে ওই কৃষক ফসলি জমির পাশের রাস্তায় মূর্তিটি ফেলে রেখে যান। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, বাৎসরিক জমার বিনিময়ে বর্গা চাষাবাদের জন্য জমিটি ওই কৃষককে দেওয়া হয়েছিল। 

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, প্রায় ৩৭ কেজি ওজনের মূর্তিটির দাম ১৫ কোটি টাকা।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়