ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৩ এপ্রিল ২০২৪  
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ফাইল ফটো

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিয়া হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৩ এপ্রিল) বিকেলে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিয়া হোসেন লামাসানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিয়া হোসেন পক্ষের গরু একই গ্রামের হেলাল মিয়ার ক্ষেতে ঢুকে ধান খায়। এ সময় হেলাল মিয়া পক্ষের লোকজন মিয়া হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ঘটনাস্থলেই মিয়া হোসেন মারা যান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মনোয়ার/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়