ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

কথা কাটাকাটির জেরে কিশোরকে ছুরিকাঘাত

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৫ এপ্রিল ২০২৪  
কথা কাটাকাটির জেরে কিশোরকে ছুরিকাঘাত

কুষ্টিয়ার হরিপুরে কথা কাটাকাটির জেরে এক কিশোরের ছুরিকাঘাতে অপর কিশোর আহত হয়েছে। আঘাতকারী ও আহত দুইজনই কিশোর অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড়ে এ ঘটনা ঘটে। আহত রাতুল ইসলামকে (১৭) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতুল সেখানকার কাবিল পাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে। 

আহত রাতুলের বড় ভাই মিতুল বলেন, ‘কিশোর গ্যাং লিডার সুরুজ আলী (১৭) আমার ভাইকে ছুরি মেরেছে। তারা একসঙ্গে চলাফেরা করত। সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে রাতুলকে ছুরিকাঘাত করে সুরুজ।’ 

সুরুজও কাবিল পাড়া এলাকার রবিউল ইসলাম ওরফে বাটু ঘটকের ছেলে। 

এ ঘটনায় রাতুলের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। কুষ্টিয়া মডেল থানার (ওসি) সোহেল রানা বলেন, ‘অভিযোগ পেয়েছি। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’ 
 

কাঞ্চন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়