ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

গোপালগঞ্জে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:৪২, ১৬ এপ্রিল ২০২৪
গোপালগঞ্জে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মো. রায়হান শেখ (১৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জ শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার বিল্লাল শেখের ছেলে ও সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরো পড়ুন:

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাতে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন রায়হান। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে দ্রুত গতিতে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে রায়হান মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাদল/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়