ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১৬ এপ্রিল ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ।

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নাসিরনগর থানা এলাকা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছে। এ উপলক্ষে আশেপাশের এলাকা থেকেও লোকজন আসে। মঙ্গলবার বিকেলে পাশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের এক যুবকের সঙ্গে ফান্দাউকের এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসাও করে দেওয়া হয়। তবে সন্ধ্যায় দুই পক্ষের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পাওয়া এক ভিডিওতে দেখা যায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইট পাটকেল আনা হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা বলেন, দুই গ্রামের দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মাইনুদ্দীন/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়