ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১৭ এপ্রিল ২০২৪  
রাজশাহীতে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাংবাদিকদের ব্রিফ করছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় ভোটগ্রহণ করা হবে। বুধবার (১৭ এপ্রিল) এই নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে শুধু গোদাগাড়ী উপজেলার এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমানের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। অন্য সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

আরো পড়ুন:

গোদাগাড়ীতে এখন চেয়ারম্যান পদে পাঁচজন বৈধ প্রার্থী থাকলেন। তারা হলেন,  বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আরেক যুবলীগ নেতা ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, আওয়ামী লীগ নেতা রবিউল আলম, সাবেক কাস্টমস কর্মকর্তা সুনন্দন দাস ও বিএনপি নেতা সাজেদুর রহমান খান মার্কনী।

তানোরে চেয়ারম্যান পদে দুই জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর হায়দার রশীদ ময়না ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। 

তানোরে ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদেরও মনোনয়নপত্র বৈধ হয়েছে। 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়