ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৩৮, ১৮ এপ্রিল ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ ইদুনি বেগমের (৪৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার তাঁতিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ওই গৃহবধূর স্বামী গানিউন ইসলাম (৪৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে গৃহবধূ ইদুনি বেগম বাড়ির কাজ করছিলেন। এ সময় টেবিলে পড়ে থাকা মাল্টিপ্লাগে হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গেলে আহত হন স্বামী গানিউল ইসলামও। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ইদুনি বেগমকে মৃত ঘোষণা করেন। 

ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, ইদুনি বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত গানিউন ইসলাম চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন:

শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়