ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

বৃষ্টির জন্য কুষ্টিয়ায় ইসতিসকা নামাজ আদায়

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ এপ্রিল ২০২৪  
বৃষ্টির জন্য কুষ্টিয়ায় ইসতিসকা নামাজ আদায়

কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় পুড়ছে ক্ষেতের ফসল, পানির স্তর নেমে গেছে নিচে।

একদিকে পানির তীব্র সংকট অন্যদিকে রোদ আর গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই বৃষ্টির আশায় সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামের মাদ্রাসা মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন গ্রামবাসী।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মাজিলা দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসা মাঠের খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় বিশেষ এই নামাজ। এতে মাজিলা গ্রামের প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আলমগীর হোসাইন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য মহান আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমে দোয়া চাইতে বলেছেন। মহান আল্লাহর কাছে দোয়া চাওয়া সুন্নত। আর বিশেষ নামাজের মাধ্যমে দোয়া চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকা বলা হয়। অর্থাৎ পানির জন্য দোয়া করা।’

কাঞ্চন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়