ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

১৪ মামলার আসামি ডাকাত সর্দার হাসান গ্রেপ্তার

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২১ এপ্রিল ২০২৪  
১৪ মামলার আসামি ডাকাত সর্দার হাসান গ্রেপ্তার

কুখ্যাত ডাকাত সর্দার ১৪ ডাকাতি ও অস্ত্র মামলার প্রধান আসামি মো. হাসান মোল্যাকে (৪০) ঢাকার সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২১ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান মোল্যা ফরিদপুর জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে অস্ত্রধারী ডাকাত দল ফরিদপুরের সালথা থানাধীন ফুকরা পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে ঢুকে ঘরে থাকা ব্যক্তিদের হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণের গহনা ডাকাতি করে পালিয়ে যায়। ওই ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সালথা থানায় ডাকাতির মামলা করেন। পরবর্তীতে র‌্যাব-৪ এর আভিযানিক দল আশুলিয়া থানাধীন চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার হাসান মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান বলেন, হাসান মোল্লার বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও নাটোর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডাকাতির বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবে বলেও জানান তিনি।
 

সাব্বির/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়