ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে

বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২২ এপ্রিল ২০২৪   আপডেট: ০৮:৫৮, ২২ এপ্রিল ২০২৪
বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক খোকন মিয়াকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২১ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের কোর্ট চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।খোকন মিয়া একই এলাকার রেলস্টেশন পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।

আরো পড়ুন:

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির ব্যাপারে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-১০ ফরিদপুর কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর তেতুল তলা এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। এ ঘটনায় অজ্ঞাত বাসচালককে আসামি করে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।

তামিম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়