ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২২ এপ্রিল ২০২৪  
চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৩

আটককৃত তিন যাত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এসময় দুবাই ফেরত তিন যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ ও যাত্রীদের আটক করে। 

আটককৃতরা হলেন- মোবারক আলী, মোহাম্মদ নাজমুল হক এবং মোহাম্মদ আনোয়ার শাহ। 

আরো পড়ুন:

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, দুবাই থেকে আসা তিন যাত্রী তাদের লাগেজে কাপড়ের ভেতর বিশেষ  কায়দায় স্বর্ণ বহন করে আনেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে যাত্রীরা বিমানবন্ধরে পৌঁছানোর পর কাস্টমস এরিয়া অতিক্রমের সময় তাদের তল্লাশি করা হয়। সেসময় তাদের কাছ থেকে এক কেজি ওজনের স্বর্ণ জব্দ হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়