চট্টগ্রামে সাংবাদিকের উপর হামলা, গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন সেলিম উল্লাহ।
চট্টগ্রামে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন সেলিম উল্লাহ। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে নগরীর মনসুরাবাদ ডিবি অফিসের পাশে স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় সাংবাদিক সেলিম উল্লাহ মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে সাদ্দামের অনুসারীরা তার ওপর হামলা চালায়। হামলার সময় সেলিম উল্লাহর মোবাইলটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে তারা।
হামলার শিকার সেলিম উল্লাহ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হলে; আমি সেখানে ভিডিও ধারণ করছিলাম। হঠাৎ আমার ওপর হামলা চালায় সাদ্দাম হোসেন ও তার অনুসারীরা। তারা মারতে মারতে আমাকে পাশের একটি খালি জায়গায় নিয়ে যায়। সেখানে অকথ্য ভাষায় গালাগালি করে ও একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা চলে এলে সাদ্দাম বাহিনী সেখান থেকে চলে যায়।
পরে সেলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্থানীয়রা। তিনি চোখে ও পায়ের লিগামেন্টে আঘাত পেয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হামলার ঘটনায় রাতেই ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়।
সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা হয় পিডব্লিউডি কোয়ার্টারের সামনে। হামলাকারীরা সাংবাদিক সেলিমকে মারধর করে ও তার ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছি।
রেজাউল/ফয়সাল