ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছুটিতে গ্রামে এসে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু! 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ এপ্রিল ২০২৪  
ছুটিতে গ্রামে এসে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু! 

ছুটিতে গ্রামের বাড়িতে এসে পটুয়াখালীর বাউফলে হঠাৎ অসুস্থ হয়ে মোহাম্মদ শাহআলম খান (৫০) নামে একজন পুলিশ সদস্য  মারা গেছেন। পরিবারের দাবি হিটস্ট্রোকে মৃত্যু।

সোমবার (২২ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

মৃত শাহআলম বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম রত্তন আলী খান।

তার পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার রাত ৯ টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মৃত শাহআলমের প্রতিবেশী রুবেল মিয়া জানান, তিনি অসুস্থ হওয়ার পর প্রথমে তাকে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টা চিকিৎসকরাই আমাদের বলেছেন।

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়