ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীর পদ্মায় ডুবে ৩ কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:৪৯, ২৩ এপ্রিল ২০২৪
রাজশাহীর পদ্মায় ডুবে ৩ কিশোরের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় ডুবে যায় তারা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে ওই কিশোরদের মরদেহ উদ্ধার করে। 

মারা যাওয়া কিশোররা হলেন- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪) এবং সমো. লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।

আরো পড়ুন:

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক জানান, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে এই তিন কিশোর তলিয়ে যায়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার হয়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়