ঢাকা     মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৬ ১৪৩১

নাটোরে নাশকতা মামলায় ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৩ এপ্রিল ২০২৪  
নাটোরে নাশকতা মামলায় ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মী কারাগারে

ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোরের লালপুরে নাশকতার মামলায় ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সুমন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, ইশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ আলী, সদস্য লিমন, রনি, ফরিদ, সোহেল রানা।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন বলেন, গত ২৮ অক্টোবরের পর বিএনপি’র ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে গত ২২ নভেম্বর মশাল মিছিল করে নেতাকর্মীরা। এ ঘটনায় মিথ্যা নাশকতার অভিযোগে এসব নেতাকর্মীর নামে মামলা করে লালপুর থানা পুলিশ। ওই মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অস্থায়ী জামিনে ছিল তারা। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরিফুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়