ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২৩ এপ্রিল ২০২৪  
ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 

নতুন কমিটির সদস্যরা

বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩০ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফরেস্ট রেঞ্জার মো. সুমন মিয়াকে সভাপতি ও ফরেস্ট রেঞ্জার মাহমুদুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ফরেস্ট রেঞ্জার সুমন মিয়া।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. রিয়াজ রহমান (সহ-সভাপতি), মো. মজনু প্রামাণিক (সহ-সভাপতি), মো. উজ্জ্বল হোসাইন (সহ-সভাপতি), মো. বাচ্চু মিয়া (সহ-সভাপতি), মো. মামুনুর রহমান (সহ-সভাপতি), মো. রফিকুল ইসলাম (সহ-সভাপতি), আ.ছ.ম. রিদুয়ানুল হক (সহ- সভাপতি), মো. ফজলুল হক (কোষাধ্যক্ষ), সুফল রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), ফিরোজ-আল-আমিন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আব্দুল মালেক (সাংগঠনিক সম্পাদক), রামকৃষ্ণ ঘোষ (সহ-সাংগঠনিক), মো. মনোয়ার হোসেন (সহ-সাংগঠনিক), মেহরাজ উদ্দিন (দপ্তর সম্পাদক), মো. মোখলেছুর রহমান (খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক), সিগমা আলম (নারী বিষয়ক সম্পাদক), মো. নাজমুল হোসাইন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইসরাইল হক (প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), হুমায়ন আহমেদ (মিডিয়া সম্পাদক) এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন তাসলিমা খাতুন, শতরুপা দাস, সুপ্রিয়া হুই, মিঠুন চন্দ্র দাস, খলিলুর রহমান, মো. মান্নান হোসাইন, আবিদা সুলতানা, মো. জুয়েল রানা ও মো. শাহাদাত হুসাইন।
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়