ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৩ এপ্রিল ২০২৪  
মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

রানা প্লাজা ট্রাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে রানা প্লাজা ট্রাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করেছেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সাভারে ধসে পড়া রানা প্লাজার শহিদ বেদির সামনে এই কর্মসূচি পালন করা হয়।

রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাক শিল্পে শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতি স্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ওই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দাবি করেন শ্রমিক সংগঠনগুলো।

রানা প্লাজা দুর্ঘটনার ১১ বছরেও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টুসহ প্রমুখ।

সাব্বির/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়