ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের বন্ধ বাংলাবান্ধার ইমিগ্রেশন ও বাণিজ্য কার্যক্রম

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:৫০, ২৪ এপ্রিল ২০২৪
ফের বন্ধ বাংলাবান্ধার ইমিগ্রেশন ও বাণিজ্য কার্যক্রম

ভারতের দার্জিলিং জেলায় লোকসভা নির্বাচনের কারণে বুধবার (২৪ এপ্রিল) থেকে টানা তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে পর্যটক ভিসার যাত্রী পারাপারও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, জরুরি মেডিক্যাল ভিসা যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে।

আজ সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি জানান। 

আরো পড়ুন:

লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থলবন্দর দিয়ে আগামী তিন দিন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

জানা গেছে, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠেয় হবে আগামী ২৬ এপ্রিল। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর এবং নির্বাচন অফিসার ডা. প্রীতি গোয়েলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে আগামী শুক্রবার (২৪ থেকে ২৬ এপ্রিল) পর্যন্ত টানা ৩ দিন ইমিগ্রেশনসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। 

ভারতীয় ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতীয় সব যাত্রী এবং বাংলাদেশের জরুরি মেডিক্যাল যাত্রী ভারতে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে ভারত থেকে সব বাংলাদেশি যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তবে, এসময় কোনো পর্যটক ভারতে প্রবেশ করতে পারবেন না। আগামী ২৭ এপ্রিল থেকে আবারো স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম।

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়