পাবনায় ৪১.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৪৪, ২৪ এপ্রিল ২০২৪
টানা আটদিন ধরে পাবনার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত তাপমাত্রা কমার এবং বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২৪ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সহসাই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না। আকাশে মেঘের উপস্থিতি নেই। আরও কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, বুধবার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।
শাহীন/কেআই