ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

অবৈধভাবে মাছ শিকার, গোপালগঞ্জে তিন জেলেকে কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:১৪, ২৫ এপ্রিল ২০২৪
অবৈধভাবে মাছ শিকার, গোপালগঞ্জে তিন জেলেকে কারাদণ্ড

গোপালগঞ্জে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকারের দায়ে তিন জেলেকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বয়স কম হওয়ায় দুইজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিজামকান্দি গ্রামের মৃত সুনীল বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৫৫), একই গ্রামের খোকন মোল্যার ছেলে শান্ত মোল্যা (২০) ও একই ইউনিয়নের তালতলা গ্রামের মৃত আবুল কালাম আহমেদের ছেলে শেখ বুলবুল আহমেদ (৫২)।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের বিভিন্ন খালে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বৈদ্যুতিক ফাঁদ ও ব্যাটারিসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও বয়স কম হওয়ায় দুইজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাদল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়