ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে স্বস্তির বৃষ্টি, বয়ে গেছে দমকা হাওয়া

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৪৯, ৩০ এপ্রিল ২০২৪
সিলেটে স্বস্তির বৃষ্টি, বয়ে গেছে দমকা হাওয়া

তীব্র গরম আর সারাদেশে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। পরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। 

গত কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবারের বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। তীব্র গরমে অতিষ্ট মানুষ ফিরে পেয়েছেন শান্তি।

আরো পড়ুন:

সিলেট শহরতলীর চাতলীবন্দ গ্রামের বাসিন্দা নাদিম মাহমুদ বলেন, ‘সারাদেশ যখন তাপপ্রবাহে পুড়ছে তখন প্রতিদিনই কোনো না কোনো সময় সিলেটে বৃষ্টি হচ্ছে। গরমের উত্তাপ কিছুটা কম রয়েছে সিলেটে। এটি আল্লাহর অনন্য নিয়ামত।’

মেজর টিলা এলাকার বাসিন্দা শুয়াইবুল ইসলাম বলেন, ‘সিলেটে গরম টের পাওয়া যাচ্ছে না। এর কারণ এখানে বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন তপ্ত রোদের পর বিকেলের বৃষ্টি মনে প্রশান্তি এনে দিয়েছে।’

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন বলেন, ‘মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর আরো বৃষ্টি হয়েছে। সেটি পরে কাউন্ট হবে।’ 

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়