ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

মেঘে ঢাকা পড়েছে আকাশ, বিকেলে ভারি বৃষ্টিপাতের আভাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২ মে ২০২৪   আপডেট: ১৫:০৬, ২ মে ২০২৪
মেঘে ঢাকা পড়েছে আকাশ, বিকেলে ভারি বৃষ্টিপাতের আভাস

মেঘে ঢাকা পড়েছে আকাশ (ফাইল ফটো)। ছবি: মোস্তাফিজুর রহমান নাসিম।

ঘন মেঘে ঢাকা পড়েছে পাহাড়-সমুদ্রে ঘেরা চট্টগ্রামের আকাশ। বৃহস্পতিবার (২ মে) বিকেলে থেকে বন্দরনগরীতে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে চট্টগ্রামের আবহাওয়া দপ্তর।

এর আগে, সকালে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আবদুল বারেক রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রামে বিকেল থেকেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা পর্যন্ত বন্দরনগরীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর আর বৃষ্টি হয়নি। তবে দুপুর দেড়টার পর চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ফের গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এর পরিমাণ জানা যাবে বিকেল ৩টার পরে। প্রতি তিন ঘণ্টা পর পর বৃষ্টিপাতের পরিমাণ জানা যায়।

এদিকে দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আকাশ ঘন মেঘে ঢাকা দেখা যায়। সেই সঙ্গে হচ্ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বইছিল দমকা হাওয়া। ভারি বৃষ্টিপাতের শঙ্কায় ঢেকে রাখা হয়েছে স্টেডিয়ামের পিচ। আগামীকাল এখানে বাংলাদেশ-জিম্ববুয়ের মধ্যকার পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ