ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ভুল প্রতীক মুদ্রণ, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৭ মে ২০২৪   আপডেট: ১৮:২৩, ৭ মে ২০২৪
ভুল প্রতীক মুদ্রণ, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ব্যালট পেপারে প্রতীক মুদ্রণে ভুল ধরা পড়ার ১০ দিন পর উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) নির্বাচন কমিশনের সহকারী সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এতথ্য জানা গেছে। চিঠিতে আগামী ৯ মে’র মধ্য অমিত কুমারকে কর্মস্থল থেকে মুক্ত হতে বলা হয়েছে।

চিঠিতে অমিত কুমার দাশকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বদলির কথা উল্লেখ করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে কসবায় বদলি করা হয়েছে। তবে, চিঠিতে বদলির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। আজ দুপুর পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্টরা চিঠির বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ জানতে পারেন, ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশা দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করলে সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান।

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়