ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উপজেলা নির্বাচন

সাড়ে ২৬ হাজার ভোটে ফুলগাজীতে জিতলেন হারুন

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৮ মে ২০২৪   আপডেট: ২১:৩৮, ৮ মে ২০২৪
সাড়ে ২৬ হাজার ভোটে ফুলগাজীতে জিতলেন হারুন

হারুন মজুমদার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হারুন মজুমদার। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬ হাজার ৮৬০ ভোট বেশি পেয়েছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অনিল বনিক তৃতীয়বারের মতো জিতেছেন। 

বুধবার (৮ মে) রাত ৮টার দিকে ভোটগণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

আরো পড়ুন:

আরও পড়ুন: ফুলগাজীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১১, ব্যালট জব্দ

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানান, ফুলগাজী উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৫ হাজার ৬৭১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে ‌‘কাপ-পিরিচ’ প্রতীকের প্রার্থী হারুন মজুমদার বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাফর উল্ল্যাহ ভূঁঞা পেয়েছেন ৭৭৫ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে ‘টিয়া পাখি’ প্রতীক নিয়ে আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল বনিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল হক কালা ‘তালা’ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট, আব্দুর রহিম পাটোয়ারী ‘চশমা’ প্রতীকে ৩ হাজার ৮৯১ ভোট, পরিমল চন্দ্র রায় ‘টিউবওয়েল’ প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট এবং সাইফুদ্দিন মজুমদার ‘উড়োজাহাজ’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট। 

নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়