ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১০ মে ২০২৪   আপডেট: ১১:৩৫, ১০ মে ২০২৪
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) সকাল ১০টা ৫ মিনিটে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচীর আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করবেন।

একদিনের সফরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে পরিবারের সদস্যরা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

বাদল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়