ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেহেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১০ মে ২০২৪  
মেহেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এলাহী বক্স (৬২) নামে একজন গ্রেপ্তার হয়েছেন। 

শুক্রবার (১০ মে) সকাল ৬ টার দিকে সদর উপজেলার গোভিপ্রর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত স্ত্রীর নাম ছালেহা খাতুন (৫৮)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত ছালেহা খাতুনের বড় মেয়ে হালিমা খাতুন বলেন, সকালে উচ্চ স্বরে চিৎকার শুনে বাবা-মায়ের ঘরের সামনে গিয়ে দেখি বাবা আমার মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে বসে আছে। রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাৎক্ষনিক অনেক লোকজন জড়ো হয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।  মায়ের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।  

এলাহী বক্সকে গ্রেপ্তারের সময় তিনি বলেন, আমার পারিবারক জীবন অসহ্য হয়ে গিয়েছিলো। নানা রকম সমস্যার কারণে উত্তেজিত হয়ে মাথা ঠিক রাখতে পারিনি। তাই এই অপরাধ করে ফেলেছি। আমাকে নিয়ে চলেন। ডিসি সাহেবকে বলে আমাকেও গুলি করে হত্যা করেন। 

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক নানা সমস্যার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। 

ফারুক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়