ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

ব্যাংকের ভেতর ঝুলছিল নিরাপত্তা প্রহরীর মরদেহ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৩ মে ২০২৪   আপডেট: ১২:১৪, ২৩ মে ২০২৪
ব্যাংকের ভেতর ঝুলছিল নিরাপত্তা প্রহরীর মরদেহ

চাঁদপুরে কৃষি ব্যাংকের একটি কক্ষ থেকে রাশেদ হোসেন (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

রাশেদ ওই ব্যাংকে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তিনি জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা আব্দুর রব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঝাড়ুদার লক্ষণ ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে নিরাপত্তা প্রহরী রাশেদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ব্যাংকের নিচে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানালে ব্যাংক ম্যানেজারকে খবর দেওয়া হয়। তিনি এসে থানায় ফোন করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অমরেশ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়