ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত: রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৩ মে ২০২৪   আপডেট: ১৪:১৫, ২৩ মে ২০২৪
ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত: রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা রিটার্নিং অফিসার মো. মোশারফ হোসেন জানান, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সব পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে বুধবার (২২ মে) দুপুরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা সুমন মিয়াসহ তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া মারা যান। পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হৃদয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়