ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় সেফ‌টিক ট‌্যাঙ্কে নেমে ২ জ‌নের মৃত্যু 

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২৩ মে ২০২৪   আপডেট: ২৩:০০, ২৩ মে ২০২৪
বগুড়ায় সেফ‌টিক ট‌্যাঙ্কে নেমে ২ জ‌নের মৃত্যু 

বগুড়ার শাজাহানপু‌র উপজেলায় টয়‌লে‌টের সেপ‌টিক ট‌্যাঙ্ক পরিষ্কার কর‌তে গি‌য়ে দুই প‌রিচ্ছন্নকর্মীর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপ‌জেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প‌রে খবর পে‌য়ে শাজাহানপুর ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল সা‌র্ভিসের কর্মীরা নিহ‌তদের লাশ উদ্ধার ক‌রেছে। 

নিহতরা হলেন— বগুড়া সদরের সুইপার কলোনির বাসিন্দা বিমল বাঁশফোর (৫০) ও লাঠিয়াল বাঁশফোর (৪৫)। 

শাজাহান ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের লিডার আব্দুর রহমান বলেন, তারা কোনো ধরনের সেপটি ব্যবহার না করে ট্যাঙ্কে নেমেছিলেন। সেখা‌নে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হ‌য়ে থাক‌তে পা‌রেন। প‌রে সেখান থেকে আর বের হতে পারেননি। ফ‌লে সেখা‌নে মারা যান। বিকেল ৩টার দি‌কে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

এনাম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়