ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ মে ২০২৪  
ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

ঝালকাঠির রাজাপুরে মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় ইজিবাইক চাপায় মরিয়ম আক্তার সারা নামে (৬) এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর-কাঠালিয়া সড়কের আংগারিয়া খান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিশু মরিয়ম বাগেরহাটের বাসিন্দা সৌদি প্রবাসী ইস্রাফিল খানের মেয়ে। সে নানা বাড়ি আংগারিয়া গ্রামে মায়ের সাথে বসবাস করতো। মরিয়ম দক্ষিণ আংগারিয়া দারুল হুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, মাহফিলে যাবার জন্য রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পলাতক চালক ও ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
 

/অলোক/ইমন/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়