ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

হত্যা মামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২৪ মে ২০২৪   আপডেট: ০৯:৫১, ২৪ মে ২০২৪
হত্যা মামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার

আদনান হোসেন অনু

ফরিদপুরে সবুজ মোল্লা হত্যা মামলার এক নম্বর আসামি জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের গোয়ালচামট এলাকার বীরশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন।

তিনি বলেন, ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি আদনান হোসেন অনু। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার কিছুক্ষণ পরে আদনান হোসেন অনু পৌর অডিটোরিয়ামে এসে ঢুকলে ফরিদপুর কোতয়ালী থানার একদল পুলিশ অডিটোরিয়ামটি ঘিরে ফেলে। বিকেল সাড়ে ৪টার দিকে আদনান হোসেনকে নিয়ে পুলিশ সদস্যরা বের হয়ে আসলে জেলা বিএনপির নেতৃবৃন্দ বাধা দেয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়ার সাথে পুলিশের কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ আদনানকে পুলিশ থানায় নিয়ে যায়।

/তামিম/ইমন/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়